ব্যুরোপ্রধান ময়মনসিংহ :- আজহারুল ইসলাম ফাহিম
ময়মনসিংহের ভালুকা
উপজেলার স্বনামধন্য ইউনিয়ন উথুরা। এই ইউনিয়নের ভোটার সংখ্যা প্রায় ২৪ হাজার। এই ইউনিয়নের নির্বাচনী প্রার্থীর কথা বলতে গেলে লোক মুখে একটি নাম ফুটে উঠেছে, তিনি হলেন, উথুরা ইউনিয়নের ৮নং নারাঙ্গি ওয়ার্ডের বাংলাদেশ আওয়ামীলীগের দীর্ঘ দিনের সভাপতি আফতাবউদ্দিন সরকার। উথুরা ইউনিয়নের সর্ব ক্ষেত্রে ছড়িয়ে আছেন,সাধারন মানুষের মণিকোঠায়, সাধারন মানুষ যাকে ভালবাসে বিশ্বাস করে, এই সময়ের দাবী তিনি নির্বাচনের প্রার্থী হিসাবে, অত্র ইউনিয়নের সকল ওয়ার্ডের মানুষের কল্যাণে নিজে কে নিয়োজিত করে কাজ করা।বর্তমানে সমাজের বিভিন্ন উন্নয়নের কাজে দাবীদার এই নেতা। মানুষের সুখে , দুঃখ, দুঃসময়ে রাত দিন সব সময় সাধারন মানুষের কাজে নিজেকে নিয়োজিত রাখেন। সাধারন জনগনের আশা তিনি যদি উথুরা ইউনিয়নের চেয়ারম্যান হন, তাহলে তাকে সব সময় কাছ পাওয়া যাবে। এমর্মে ত্যাগী আওয়ামীলীগ নেতার দাবী সাধারন জনগনের চাওয়া একটাই,আমি যেন চেয়ারম্যান প্রার্থী হই। আফতাবউদ্দিন সরকার স্বাধীন বাংলা নিউজের প্রতিবেদকে জানান জনগন চাইলে আমি নির্বাচনের অংশ নিব।(ইনশাল্লাহ)।
Leave a Reply