মোঃ হুমায়ূন কবির
(বিশেষ প্রতিনিধি)
গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভা ৮ নং ওয়ার্ড কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মসজিদ মোড় এলাকার বিশিষ্ট সমাজ সেবক, আলহাজ্ব শেখ মোঃ বোরহান উদ্দিন, সাহেব এর সেঝো ছেলে, শ্রীপুর মাওনা চৌরাস্তা কিতাব আলী প্লাজার বিশিষ্ট ইলেকট্রনিক্স ব্যবসায়ী, (আসিফ) ইলেকট্রনিক্সের মালিক,
আলহাজ্ব শেখ মোঃ আবুল কাশেম, সাহেব এর ছেলে।
মাওনা চৌরাস্তা কিতাব আলী প্লাজার বিশিষ্ট ইলেকট্রনিক্স ব্যবসায়ী, ( আরিফ) ইলেকট্রনিক্সের মালিক, শেখ মোঃ আবু হানিফ চাঁন পীর সাহেব, এর ভাতীজা।
কিতাব আলী প্লাজার বিশিষ্ট ইলেকট্রনিক্স ব্যবসায়ী, (বি,এইচ) ইলেকট্রনিক্সের মালিক, শেখ মোঃ আবু সাঈদ, সাহেব, এর ভাতীজা।
নিউজ স্বাধীন বাংলার, বিশেষ প্রতিনিধি, শেখ মোঃ হুমায়ূন কবির, এর ভাতীজা।
শ্রীপুর কলেজ শাখা ছাত্রলীগ নেতা, শেখ মোঃ আব্দুল আলিম ইমন, এর চাচাতো ছোট ভাই।
(শেখ মোঃ আসিফ),
২০২০ এসএসসি পরীক্ষায়
জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হওয়ায়।
০২/০৬/২০২০ইং মঙ্গল বার, শেখ মোঃ আসিফের দাদা, আলহাজ্ব শেখ মোঃ বোরহান উদ্দিন, সাহেব।
নিউজ স্বাধীন বাংলা, পরিবার সহ, দেশবাসির কাছে দোয়া কামনা করেছেন।
আসিফের (বাবা মা), বলেন।
মানুষ গরার কারীগর, আসিফের শিক্ষকদের প্রতি
কৃতজ্ঞতা প্রকাশ করছি, উনাদের সঠিক শিক্ষাদানেই আমাদের ছেলে, এপর্যন্ত আসতে পেরেছে, মহান আল্লাহ্ তায়ালার মেহেরবানিতে।
আমাদের ছেলে, ২০২০ এস,এস,সি পরিক্ষায় জিপি,এ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
Leave a Reply